সোহাগ হোসেন, দুমকি (পটুয়াখালী) ॥ পটুয়াখালী গলাচিপা উপজেলা ও দশমিনা উপজেলার মেলবন্ধনের একমাত্র সেতুটির অ্যাপ্রোচ সড়ক না হওয়ায় চালু করা যাচ্ছে না। প্রায় অর্ধশতাব্দী ধরে দুই উপজেলার মানুষের প্রাণের দাবি ছিল এ সেতু নির্মাণের কিন্তু মিলনের দ্বারপ্রান্তে এসেও থমকে আছে কাজ।
সেতুটির ওপর দিয়ে দু’পাড়ের লোকজন ও শিশু-কিশোররা জীবনের ঝুঁকি নিয়ে নির্মাণকাজের সময় বাঁশের সিঁড়ির থাক বেয়ে এপার-ওপার যাতায়াত করছিল। দিকে নির্মাণ তদারকি প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দশমিনা উপজেলা প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মনসুর আলী আকন এর সাথে কথা বললে তিনি বলেন, ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে যথাসময়ে কাজটি পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। তবে অচিরেই এ কাজ শেষ করা হবে বলে জানান তিনি ।
সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সেতুর অসমাপ্ত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো ।
এক সময় দশমিনা ছিল গলাচিপা উপজেলার একটি অংশ। স্বাধীনতা-পরবর্তীকালে গলাচিপা থানার দশমিনা, রণগোপালদি, আলীপুরা, বেতাগী, সাকনিপুরা ও বাউফল উপজেলার বহরমপুর, বাঁশবাড়িয়া ইউনিয়ন নিয়ে দশমিনা উপজেলা গঠন করা হয়। এমনিতেই আত্মীয়তা ছাড়াও নানাভাবে এ দুই উপজেলার মানুষের মধ্যে রয়েছে হৃদয়ের গভীর ভালোবাসা কিন্তু এ ভালোবাসার অন্তরায় হয়ে দাঁড়ায় রণগোপালদি নদী। এ নদীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দরপত্র আহ্বান করে ২০১৪ সালের জানুয়ারিতে বরিশালের মারুফ খানকে ঠিকাদার মনোনীত করে কার্যাদেশ প্রদান করে। কাজের সময়সীমা বেঁধে দেওয়া হয় ২০১৫ সালের ২১ জুলাই পর্যন্ত। রেট কোট অনুযায়ী এতে ব্যয় বরাদ্দ করা হয় ২৩ কোটি ৪২ লাখ টাকা। ২৪৫ মিটার দৈর্ঘ্যের ও ৭.৩ মিটার প্রস্থের এ সেতুতে ৩৫ মিটারের সাতটি স্যাপ, ১২টি পিলার, দুটি অ্যাবাটমেন্ট, ৪০০ মিটার অ্যাপ্রোচ সড়ক ও সেতুর দু’পাশে মানুষের চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ করার আদেশ দেয় কর্তৃপক্ষ।
ঠিকাদার নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেননি। অতিরিক্ত দেড় বছর সময়ক্ষেপণ করে ২০১৭ সালের প্রাথমদিকে সেতুর মূল কাঠামোর নির্মাণকাজ শেষ করেন। এখনও সেতুর দুই প্রান্তে অ্যাপ্রোচ সড়কের ৪০০ মিটারের কাজ অসমাপ্ত রয়েছে।
উলানিয়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবর রহমান জানান, যে শম্ভুক গতিতে সেতুর নির্মাণকাজ হয়েছে তার চেয়েও ধীরলয়ে অ্যাপ্রোচ সড়কের কাজ চলছে। ইচ্ছামাফিক দু’একদিন কাজ করে মাসের পর মাস ঠিকাদারের লোকজনকে কাজ করতে দেখা যায় না।
গলাচিপা উপজেলার পূর্ব প্রান্তে ব্যবসায়ের জন্য বিখ্যাত উলানিয়া বন্দর ও নদীর অপর তীর দশমিনা উপজেলার আরেক ব্যবসাবন্দর রণগোপালদি।
রতনদি তালতলী ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান জানান, এ সেতুটি চালু হলে দুই উপজেলাবাসীর যোগাযোগে যেমন সুবিধা হবে, তেমনি ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে।