সিআরপিতে অটিস্টিক শিশুদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা

বিডিমেট্রোনিউজ ডেস্ক পেন বাংলাদেশ সেন্টারের উদ্যোগে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে গতকাল অটিস্টিক শিশুদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেন বাংলাদেশ সেন্টারের সভাপতি ফরিদা হোসেন, বাংলাদেশে ফিজিওথেরাপির স্বেচ্ছাসেবী সংগঠন সিআরপি (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড)-এর পরিকল্পক ও প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরিদা বেগম মনি, অর্থ সম্পাদক ফেরদৌসী মাহমুদ।

পরে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেষে পেন বাংলাদেশ সেন্টারের সভাপতি ফরিদা হোসেন রচিত অটিস্টিক শিশুদের নিয়ে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হয়।

Print Friendly, PDF & Email

Related Posts