বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দৈনিক খবরপত্র পত্রিকার মতলব প্রতিনিধি ও চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা বিশেষ সম্মাননা পেলেন। মফস্বল সাংবাদিকতায় সাহসি ভূমিকা রাখায় মানবাধিকার সংস্থা ‘ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়।
জাকির হোসেন বাদশা শনিবার সকালে মানবাধিকার সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিএম কেরামত আলীর হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন । এসময় উপস্থিত ছিলেন উক্ত মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রীতি শর্মা, সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন, টাঙ্গাইল জেলার চেয়ারম্যান মোঃ আজহার ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কমিটির সেক্রেটারী প্রফেসর লায়লা ফেরদৌস, প্রফেসর আলমগীর হোসেন (রাজ), চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক এম. পারভেজ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আরাফাত আল-আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক ও সাপ্তাহিক পাঠক সংবাদ পত্রিকার মুহাম্মদ লুৎফুল বারী (বারেক), পর্যবেক্ষক ও তথ্য প্রদান বিষয়ক সম্পাদক মো. রবিউল আউয়াল (রবি) প্রমূখ।
সাংবাদিক জাকির হোসেন বাদশা মতলব উত্তর উপজেলা শাখার সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দৈনিক চাঁদপুর সংবাদ’সহ স্থানীয় বিভিন্ন পত্রিকা ও অনলাইন পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করছেন।