`স্টিল বিল্ডিং বাংলাদেশের চাহিদার ৯৫ভাগ পূরণ করছে’

 স্টিল বিল্ডিং সেক্টর দেশে বড় শিল্প হবে : প্রকৌশলী আবু নোমান হাওলাদার

জাফর আহমদ নোমান   স্টিল বিল্ডিং বাংলাদেশের চাহিদার ৯৫ভাগ পূরণ করছে। অথচ এ শিল্পের কাঁচামাল আমদানীর ক্ষেত্রে চট্রগ্রাম বন্দরে সবচেয়ে বেশী ট্যাক্স দিতে হচ্ছে। তাই এ শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে আমদানী ট্যাক্স কমানো প্রয়োজন। সরকারের সহযোগীতা পেলে স্টিল বিল্ডিং দেশে অনেক বড় শিল্প হিসেবে গড়ে উঠবে।

গত বৃহস্পতিবার গুলশানের হোটেল সিক্স সিজনে অনুষ্ঠিত স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন(এসবিএমএ) এর নবনির্বাচিত কমিটির অভ্যর্থনা ও পূর্ববর্তী কমিটির বিদায় অনুষ্ঠানে বক্তৃতাকালে এসোসিয়েশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রকৌশলী আবু নোমান হাওলাদার এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশে স্টিল বিল্ডিং ব্যবসা প্রসারের লক্ষ্যে রপ্তানীর ক্ষেত্রে ইনসেনটিভ এর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। প্রকৌশলী নোমান হাওলাদার তার বক্তৃতার এক পর্যায়ে আক্ষেপ করে বলেন, এফবিসিসিআই স্টিল বিল্ডিং শিল্পের অগ্রগতির ব্যাপারে আসছে সরকারী বাজেটে কোন সুপারিশ করেননি। যা অত্যন্ত দুঃখজনক। এসবিএমএ এর সদস্য সংখ্যা আরো বাড়ানো হবে এবং সেমিনার, ওয়ার্কশপ এর মাধ্যমে স্টিল বিল্ডিং এর পজিটিভ দিকগুলো প্রকৌশলীদের অবহিত করা হবে বলে স্টিল বিল্ডিং এর নতুন এই প্রেসিডেন্ট জানান।

এসবিএমএ এর নতুন মহাসচিব প্রকৌশলী মোঃ রেজওয়ানুল মামুন বক্তৃতায় বলেন, সারা পৃথিবী জুড়ে স্টিল বিল্ডিং রপ্তানীর সুযোগ রয়েছে। রপ্তানীর ক্ষেত্রে এ শিল্প একটি বড় শিল্পে পরিনত হবে।

সম্প্রতি স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ বিল্ডিং সিষ্টেমস্ লিমিটেড এর কর্নধার পরিচালক প্রকৌশলী আবু নোমান হাওলাদার প্রেসিডেন্ট পদে ও স্টিলমার্ক কোম্পানী লিমিটেড এর মালিক প্রকৌশলী মোঃ রেজওয়ানুল মামুন মহাসচিব পদে বিপুল ভোটে জয়লাভ করেন। নতুন কমিটিতে এগার জন সদস্য রয়েছে। ২৫টি স্টিল বিল্ডিং কোম্পনী এসবিএমএ এর অর্ন্তভূক্ত।

এসবিএমএ এর অভিষেক অনুষ্ঠানে নতুন কমিটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ও মহাসচিবকে ফুল ও ক্রেষ্ট দিয়ে হাসিমুখে বরন করেন এসোসিয়েশনের বিদায়ী কমিটির প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ জাকির হোসেন সরকার এবং মহাসচিব প্রকৌশলী এইচ এম জাহিদুল ইসলাম। এসবিএমএ এর নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রকৌশলী আবু নোমান হাওলাদার ও মহাসচিব প্রকৌশলী মোঃ রেজওয়ানুল মামুন এসোসিয়েশনের মাধ্যমে দেশে স্টিল বিল্ডিং শিল্পকে এগিয়ে নিতে উপস্থিত সকলের সহযোগীতা কামনা করেন। নতুন কমিটি ২০১৭-২০১৮সাল পর্যন্ত এসবিএমএ এর সাংগঠনিক দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।

অভিষেক অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসবিএমএ এর সদস্যদের সম্মানে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত শিল্পি মিতুয়া হেমা ও মিঠু একাধিক ফোক ও আধুনিক গান পরিবেশন করে সবাইকে মাতিয়ে তোলেন।

উল্লেখ্য, এসবিএমএ এর সকল সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা প্রকৌশলী।

Print Friendly, PDF & Email

Related Posts