বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ২০১৬-১৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানজিদ বসুনিয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন দি রিপোর্ট ২৪ ডট কমের জাবি প্রতিনিধি আব্দুল্লাহ শুভ।
জাবি প্রেস ক্লাবের ২০১৬-১৭ কার্যনির্বাহী পরিষদের তিন নির্বাচন কমিশনার বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এর পরিচালক (প্রকল্প) সহযোগী অধ্যাপক ড. মো. রেজাউল ইসলাম (শামিম রেজা), প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন এবং আইন ও বিচার বিভাগের প্রভাষক ফেরদৌস রহমান বুধবার রাতে এই ফলাফল ঘোষণা করেন।
১১ সদস্যের কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবু তাহের (দৈনিক ভোরের পাতা), যুগ্ম-সম্পাদক ইলিয়াস আহমেদ খান (বিডিরিপোর্ট২৪.কম), কোষাধ্যক্ষ দেবজ্যোতি ঘোষ (দি এশিয়ান এইজ), দফতর সম্পাদক মাহমুদুল হক সোহাগ (চ্যানেল আই অনলাইন) , প্রচার ও প্রকাশনা সম্পাদক রায়হান চৌধুরী (দৈনিক আলোর কণ্ঠ)।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক বর্তমানের জাবি প্রতিনিধি শাহিন ইসলাম শামিম, অমৃতবাজার.কমের জাবি প্রতিনিধি মল্লিক কুমার বিশ্বাস, বিএমটিআই নিউজ এর জাবি প্রতিনিধি আশিক আল অনিক এবং নিউজজি২৪.কমের জাবি প্রতিনিধি বাশিরুল ইসলাম।
নির্বাচন কমিশনার ড. মো. রেজাউল ইসলাম বলেন,‘নির্বাচনের যথাযথ প্রক্রিয়া মেনে আমরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছি’। এসময় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগীতার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।
এসময় অন্য দুই নির্বাচন কমিশনার প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন এবং আইন ও বিচার বিভাগের প্রভাষক ফেরদৌস রহমান উপস্থিত ছিলেন।
জাবি প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, জাবি ছাত্রদলসহ ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন।
বার্তা প্রেরক : ইলিয়াস আহমেদ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক