বাংলাদেশ ক্রিকেট দল আয়ারল্যান্ডে

বিডিমেট্রোনিউজ ডেস্ক রবিবার আয়ারল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে তিন জাতির টুর্নামেন্টে অংশ নিতে গেছেন মাশরাফি বাহিনী। অথচ এই দলের সঙ্গে ছিলেন না অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আশা করা হচ্ছে আজই আয়ারল্যান্ডে দলের সঙ্গে গিয়ে যোগ দেবেন তিনি।

বাংলাদেশ সময় বিকাল ৪টা ২০ মিনিটে বেলফাস্ট আন্তর্জাতিক বিমান বন্দরে গিয়ে পৌঁছায় টিম বাংলাদেশ। আগেরদিনই ঢাকা থেকে লন্ডনে গিয়ে দলের সঙ্গে যোদন দেন দুই অপরিহার্য ক্রিকেটার মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান।

আর পারিবারিক কারণে দেশে ফেরা মাশরাফি লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা দেন গতকাল (৬ মে) সন্ধ্যা সোয়া সাতটায়।

আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিকরা ছাড়াও নিউজিল্যান্ড। ১২ মে থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজারা। তার আগে ১০ মে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশের ক্রিকেটাররা।

Print Friendly, PDF & Email

Related Posts