বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাংলাদেশে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে আহমদিয়া সম্প্রদায়ের মসজিদের ইমামকে কুপিয়েছে একদল হামলাকারী। মারাত্মকভাবে আহত মোস্তাফিজুর রহমান বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ময়মনসিংহে আহমদিয়া জামাতের মোয়াল্লেম, আসাদুল্লাহ আসাদ জানান, এশা-র নামাজের আযান দেয়ার জন্য মোস্তাফিজুর রহমান মসজিদে প্রবেশ করলে একদল লোক সেখানে প্রবেশ করে এবং তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
হামলাকারীদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান। তিনি বলেন, মোট তিনজন এই হামলাটি চালিয়েছে এবং তাদের কেউই স্থানীয় নয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বাড়ি নেত্রকোনায় বলে জানান বদরুল আলম খান।
তবে এটি জঙ্গি হামলা কিনা তা এখনো নিশ্চিত নয়।
আহমদিয়া সম্প্রদায়ের আসাদ বলছেন, ঘটনার পর অনেক মানুষের উপস্থিতির কারণে তারা সেখানে যাননি। পরে পুলিশ গিয়ে আহত মোস্তাফিজুর রহমানকে উদ্ধার করে আনে।
পুলিশ বলছে, জড়ো হওয়া মানুষেরা ছিল উৎসুক জনতা।
ঢাকায় আহমদিয়া জামাতের নেতা আহমদ তাফসির চৌধুরী বলেন, যেসব ‘উগ্রবাদী গোষ্ঠি’ সবসময় তাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে, তারাই এই হামলা চালিয়েছে বলে তারা মনে করেন।
এর আগে বিভিন্ন সময়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা হলেও গত কয়েক বছরে এধরণের হামলার ঘটনা ঘটেনি বলে জানান মি. চৌধুরী।