বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কারনানকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
ভারতের প্রধান বিচারপতিসহ ৮ বিচারপতিকে ৫ বছরের ‘সশ্রম কারাদণ্ডের’ নজিরবিহীন রায় ঘোষণার স্বল্প সময়ের মধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কারনানক ৬ মাসের কারাদণ্ড দিলেন দেশটির সর্বোচ্চ আদালত।
আদালত অবমাননার দায়ে তাকে এই শাস্তি প্রদান করেন সুপ্রিম কোর্ট। পাশাপাশি কলকাতা পুলিশ প্রধানকে বিচারপতি কারনানকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়।
সোমবার রাতে বিতর্কিত এই বিচারক ‘তফসিলি জাতি/উপজাতি অত্যাচার প্রতিরোধ আইন’ ১৯৮৯ এবং সংশোধিত আইন ২০১৫ এর অধিনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ ৮ বিচারপতির বিরুদ্ধে রায় দেন।
সুপ্রিম কোর্ট মঙ্গলবার বিচারপতি সিএস কারনানকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি গণমাধ্যমকে তার কোন বিবৃতি বা ‘আদেশ’ ফলাও করে প্রচার না করার নির্দেশ দেন।
এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করায় অভিযোগে কলকাতা হাইকোর্টের এই বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছিল। গত ৮ ফেব্রয়ারী প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারপতি কারনানকে বিচার এবং প্রশাসনিক কর্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছিল।
বিচারপতি কারনান এরপূর্বে সুপ্রিম কোর্টের দেওয়া একাধিক নির্দেশনা খারিজ করেছিলেন। ফলে, সুপ্রিম কোর্ট সম্প্রতি বিচারপতি কারনানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশও দিয়েছিল।
বিপরীতে, বিচারপতি কারনান অভিযোগ তেলেন যে, প্রধান বিচারপতি ও তার নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ তাঁকে কাজ করতে দিচ্ছেন না। বিচারপতি কারনান আগামী জুনে অবসর গ্রহন করবেন।
সূত্র: এনডিটিভি ও দ্য টাইমস অব ইন্ডিয়া