ক্ষমা চেয়ে অনুষ্কার সঙ্গে লাঞ্চ বিরাটের

গতবার আইপিএল-এ রানার্স হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷এবার প্লে-অফেও ঠাঁই পায়নি কোহলি অ্যান্ড কোং৷এবার কাঁধের চোটের জন্য শুরুর দিকে বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারেননি বিরাট৷অথচ আগের বার তাঁর ব্যাটের আগুনে ঝলসে গিয়েছিলেন বোলাররা৷

চলতি আইপিএল-এ দলের খারাপ পারফরম্যান্সের দায় নিজের কাঁধেই নিয়ে নিলেন ব্যাঙ্গালোরের অধিপতি৷টুইটারে লিখলেন,‘‘ আরসিবি-র ফ্যানেদের নিঃশর্ত ভালোবাসা আর সমর্থনের জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি৷এই মরশুমে আমরা নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারলাম না৷আমি ক্ষমা চেয়ে নিচ্ছি৷’’

Print Friendly, PDF & Email

Related Posts