বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ সুযোগ পেলেই ইবিজায় ছুটে যান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ মাদ্রিদ থেকে বিমান পথে সাড়ে আট ঘণ্টায় পৌঁছে যাওয়া যায় এই অসাধারণ সমুদ্র সৈকতে ৷ রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েই শেষবার ইবিজায় গিয়েছিলেন সিআর সেভেন ৷ তারপর চনমনে মেজাজেই পর্তুগালকে ইউরো কাপটা দিয়েছিলেন তিনি ৷
সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন সিআর সেভেন৷চ্যাম্পিয়ন্স লিগে টানা দু’ম্যাচে হ্যাটট্রিক করেছেন তিনি৷অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগে রোনাল্ডোর তিন গোলই রিয়ালকে ফাইনালের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে ৷
বৃহস্পতিবার অ্যাটলেটিকোর ঘরের মাঠে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল৷তার আগেই নিজেকে চাঙ্গা করতে রোনাল্ডো ঘুরতে এসেছেন ইবিজায় ৷ অবশ্যই সঙ্গে তাঁর গার্লফ্রেন্ড জর্জিনা রডরিগেজ ৷ নিজের বিমানে করেই ইবিজায় গিয়েছেন সিআর সেভেন ৷ ওখানকার একটি বিলাসবহুল রিসর্টে রয়েছেন তিনি ৷
রোনাল্ডো ও রডরিগেজের ঘনিষ্ট মুহূর্তের ছবিও চলে এসেছে গণমাধ্যমে ৷ দেখে বোঝাই যাচ্ছে দুর্দান্ত মেজাজে আছেন সিআর সেভেন ৷ চুটিয়ে প্রেম করছেন তিনি ৷ একথা বলাই যায় ৷