সয়াবিন-চিনি-ছোলা-খেজুরের দাম নির্ধারণ

বিডিমেট্রোনিউজ পবিত্র রমজান মাসকে সামনে রেখে ঢাকাসহ সারা দেশের ১৮৫টি স্থানে ভ্রাম্যমাণ বিপণন কেন্দ্রে সয়াবিন তেল, চিনি, মশুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি করবে টিসিবি। আগামী ১৫ মে থেকে শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন নির্ধারিত মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে।

আজ মঙ্গলবার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর মধ্যে চিনি ৫৫ টাকা, সয়াবিন তেল ৮৫ টাকা, ছোলা ৭০ টাকা, মশুর ডাল ৮০ টাকা ও খেজুর ১২০ টাকা কেজি দরে বিক্রি করা হবে বলে টিসিবি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকায় ৩০টি স্থানে, চট্টগ্রামে ১০টি স্থানে, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি করে এবং বাকি জেলা সদরগুলোতে ২টি করে ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে।

এছাড়া টিসিবির নিজস্ব ১০টি খুচরা বিক্রয় কেন্দ্র ও ২ হাজার ৮১১ জন পরিবেশকের কাছ থেকেও ভোক্তারা পণ্য কিনতে পারবেন।

একজন ভোক্তা প্রতিদিন সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৩ কেজি মশুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ছোলা ও এক কেজি খেজুর কিনতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিদিন ট্রাকপ্রতি তিনশ থেকে চারশ কেজি চিনি, আড়াইশ থেকে তিনশ কেজি মশুর ডাল, তিনশ থেকে চারশ লিটার সয়াবিন তেল, তিনশ থেকে চারশ কেজি ছোলা এবং বিশ থেকে ত্রিশ কেজি খেজুর বরাদ্দ থাকবে।

এছাড়া নিয়মিত পরিবশকরা ৫-৬শ কেজি চিনি, ৩-৪শ কেজি মশুর ডাল, ৩-৪শ কেজি সয়াবিন তেল, ৫-৬শ কেজি ছোলা পাবেন।

 

Print Friendly, PDF & Email

Related Posts