সোহাগ হোসেন, দুমকি (পটুয়াখালী)॥ পটুয়াখালীর গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জমির অবৈধ দখল রোধ ও নির্মিত স্থাপনা উচ্ছেদের দাবিতে ছাত্র-ছাত্রী, শিক-শিক্ষিকা, ব্যবস্থাপনা কমিটি, অভিভাবক ও এলাকার সচেতন সুধীজন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
গত বৃহস্পতিবার সকাল ১০টায় গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্কুলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, ১৯৩২ সালে প্রায় ১৯ একর জমির ওপর প্রতিষ্ঠিত গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা দখল করে একের পর এক পাকা ও আধাপাকা মার্কেট নির্মাণ করছে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি। জেলা পরিষদের জায়গার অজুহাতে ওই চক্রটি দোকান ঘর তৈরি করে ভাড়া ও পজিশন বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ফোরকান মিয়া নামে এক ব্যক্তি প্রায় ২০ হাত লম্বা জায়গা দখল করে একটি দোকান ঘর তুলছেন। ইতোমধ্যে ইট দিয়ে দোকান ঘরের দেয়াল গাঁথা শেষ, এখন চলছে টিনের চাল উঠানোর কাজ। অপর পাশে ম্যানেজিং কমিটির সভাপতি স্যামাকান্ত বিশ্বাস নিজেও একটি দোকান ঘর নির্মাণ করেছেন। এছাড়াও শুভাষ বাবু ও কালাম মিয়া স্থায়ীভাবে আধাপাকা দোকান ঘর নির্মাণ করেছেন। এভাবে স্কুলের জমি দখল করে একের পর এক মার্কেট নির্মাণ করায় স্থানীয় লোকজনের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন অভিযোগ করে বলেন, মার্কেট নির্মাণের সময় আমরা বাধা দিলেও কোনো কাজ হয়নি। অবৈধ দখল রোধ ও নির্মিত দোকান-পাট উচ্ছেদের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসকে অবহিত করেছি এবং স্মারক লিপি দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি স্যামাকান্ত বিশ্বাস দোকান তোলার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। বার বার জানতে চাইলেও কোনো সদুত্তর দিতে পারেননি।
উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। খুব দ্রুত খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।