তামিমের ফিফটি

সর্বশেষ : Bangladesh 157/4 (31.1 ov)

 

বিডিমেট্রোনিউজ ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ডাবলিনে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে বেশ কঠিন পরীক্ষা দিতে হয়েছে বাংলাদেশকে।

ম্যালাহাইড স্টেডিয়ামের সবুজ উইকেটে ব্যাট করতে নেমে শুরুতে চেনা রূপে দেখা যায়নি বাংলাদেশকে। বৃষ্টির জন্য দেরিতে খেলা শুরু হলেও পিচে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলীয় ৯ রানেই ২ উইকেট নেই বাংলাদেশের। এ সময়  ব্যক্তিগত ৭  রানে ওপেনার সৌম্য এবং শূন্য রানে সাব্বির রহমান সাজঘরে ফিরে যান। আর দলীয় ৭০ রানে পৌছতে বাংলাদেশ হারায় মোট ৪ উইকেট।

তবে অপর প্রান্তে পিচে আঠার মতো আটকে থেকে বাংলাদেশকে টানতে থাকেন তামিম। আইরিশ বোলারদের বিপক্ষে পিচে যথেষ্ট ধৈর্য্যের পরিচয় দিয়ে ফিফটি তুলে নেন দেশসেরা এ ওপেনার।

ওয়ানডেতে এটা তামিমের ৩৫তম ফিফটি। আজ ফিফটি করতে ৭৬ বল মোকাবেলা করেন তিনি। কোনো ওভার বাউন্ডারি না থাকলেও ৭টি চারের সাহায্যে পঞ্চাশ রান পূর্ণ করেন বাঁহাতি এ ওপেনার। ব্যারি ম্যাককার্থির করা ২৬তম ওভারের শেষ বলটি বাউন্ডারিতে পাঠিয়ে ফিফটি পূরণ করেন তামিম।

Print Friendly, PDF & Email

Related Posts