ইফতেখার শাহীন, বরগুনা ॥ বরগুনায় সুশ্মিতা জাহান ইলোরা (৩০) নামে এক গৃহবধুকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে বরগুনা সদর উপজেলার বরগুনা ইউনিয়নের দনি হেউলিবুনিয়া গ্রামে। নিহত গৃহবধু ওই গ্রামের মিজানুর রহমান হিরুর স্ত্রী।
এ ব্যাপারে নিহতের মেয়ে নাভা (১৫) জানান, গত কয়েক বছর ধরে বাবা যৌতুক দাবী করে মায়ের উপর শারীরীক নির্যাতন চালাতো। এরই জের ধরে গতকাল সন্ধ্যায় বাডাম দিয়ে মাকে বেদম মারধর করে বাবা। এতে মা গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। মায়ের অবস্থা খারাপ দেখে রাত ১২ টার দিকে বাবা ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
নিহত সুশ্মিতা জাহান ইলোরা বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বাসিন্দা মৃত আয়নাল কবীরের মেয়ে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।