বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দক্ষিণ আফ্রিকায় চারজাতির ক্রিকেট টুর্নামেন্টে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। এই ম্যাচে দুই ভারতীয় ওপেনার দীপ্তি শর্মা ও পুনম রাউতে দারুণ একটি রেকর্ড করেন, উদ্বোধন করতে নেমে ৩২০ রান তুলেছেন তাঁরা।
উদ্বোধনী জুটি ছাড়াও মেয়েদের ওয়ানডে ক্রিকেটে যেকোনো উইকেটেই সর্বোচ্চ রানের জুটি গড়েছেন তাঁরা। ১৬০ বলে ২৭ চার ও দুই ছক্কায় ১৮৮ রান করেন দীপ্তি। এর কিছুক্ষণ পর পুনম আউট হয়েছেন ১০৯ রান করে। তিনি ১১৬ বলে ১১ চার দিয়ে এই ইনিংসটি সাজান।
তাঁদের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ভারত গড়েছে ৩৫৮ রানের পাহাড়। জবাব আইরিশরা খুব একটা সুবিধা করতে পারেনি। মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায়। তাই ভারত ২৪৯ রানের জয় তুলে নিয়েছে।