বদরুজ্জামান জামান, প্যারিস >>
‘ ফ্রেঞ্চ–বাংলা স্কুল’ এর উদ্যোগে প্যারিসে বাংলা নববর্ষ ১৪২৪ বরণ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী অনুষ্ঠান ।
গত ১৪ মে রবিবার প্যারিসের লাকুরনভে ফ্রেঞ্চ–বাংলা স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া ।
প্রথম পর্বে শান্তনা চৌধুরীর উপস্থাপনায় আমন্ত্রিত অতিথিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন– ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসের প্রটোকল কর্মকর্তা আবুল হোসেন, স্থপতি সায়ীদ জামাল, আব্দুল হামিদ ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সিপাহী ফরহাদ হোসেন এবং ফ্রেঞ্চ বাংলা স্কুলের ভারপ্রাপ্ত পরিচালক ফাতেমা খাতুন।
দ্বিতীয় পর্বে নিপা হোসেনের উপস্থাপনায় ‘এসো হে বৈশাখ এসো এসো’- সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশের লোকসংস্কৃতি তুলে ধরে ফ্রেঞ্চ বাংলা স্কুলের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নৃত্য ও সংগীত পরিবেশন করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সহযোগিতা করেন সোমা দাস,গৌতম বিশ্বাস ,পলাশ গাঙ্গুলি ।
তৃতীয় পর্বে ছিল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রার আদলে ফ্যাশন শো ‘বাঙালিপনা‘ । এই পর্বটি পরিচালনা করেন সোমা দাস। অংশগ্রহণ করে নিপিসি, নিধুয়া, পার্থিব, প্রিয়ন্তি, হাসিব, আদনান, সামিয়া, আরশি, অর্ক, অনীশ, হৃদিতা, জয়িতা, সূর্য, লিমা, সৌরভ, অনুস্কা, পার্থিব, মোন্তাসির, বিদু , আরশি, রামিসা, শায়ন্তি, ফারিয়া সহ অন্যান্যরা।
শেষ পর্বে ছিল স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । এতে অংশগ্রহণ করেন সোমা দাস,পলাশ গাঙ্গুলি, গৌতম বিশ্বাস, ইসরাত জাহান ফ্লোরা, স্থপতি সায়ীদ জামাল এবং হ্যাপি রহমান ।
দিনব্যাপী অনুষ্ঠানমালার শুরুতে অতিথিদের বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা , কদমা, বাতাসা, জিলাপি, গজা, পেঁয়াজু ও ঝালমুড়ি পরিবেশন করা হয়।
এছাড়া দুপুরে মধ্যাহ্ন ভোজনে অতিথিদের ভাত-ইলিশ মাছ, মাংস সহ হরেক পদের ভর্তা ও অন্যান্য দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
বিভিন্ন পর্বের প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন লিটন হাসান।