শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাবিতে আনন্দ র‌্যালি

মুহাম্মদ মূসা, জাবি আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।
বুধবার (১৭ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বর থেকে এক আনন্দ র‌্যালির মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি শুরু হয়।
র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল বলেন, ‘১৯৮১ সালের আজকের এ দিনে আমাদের নেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য এসেছিলেন। সেসময় সামরিক শাসনের অবসান ঘটিয়ে এদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেন তিনি। আজ পর্যন্ত তিনি সে কাজ করে যাচ্ছেন।’
এসময় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের পাশে দাঁড়াতেই স্বদেশে ফিরে এসেছেন। ঠিক আমরা বলতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ জননেত্রীর হাতিয়ার হিসেবে পাশে সব সময় আছে এবং থাকবে। তার নির্দেশে আমরা আমাদের জীবন দিতেও প্রস্তুত।’
এসময় আরও উপস্থিত ছিলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিনহাজুল আবেদীন মিনহাজ, অনিক কুমার দেবনাথ, শামীম আহমেদ শিকদার, মো. মাজেদ সীমান্ত, মাসুদ ইউনুস সিফাত, মো. জহিরুল হক জয়, নাহিদ হোসেন, জহিরুল ইসলাম বাবু, আজিজুর রহমান লিলু, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, আফফান হোসেন আপন, মাহফুজুল হক সানি প্রমুখ।
পরে ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এছাড়াও সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বরে স্বদেশ প্রত্যাবর্তনের উপর প্রামাণ্যচিত্র
প্রদর্শনী হয়।
Print Friendly, PDF & Email

Related Posts