বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ পিএসজি-র বিজয়রথ অবশেষে থামল৷ বুধবার সেন্ট এঁতিয়েকে ২-০ গোলে হারিয়ে সেই সঙ্গে ১৭ বছর পর লিগ ওয়ান খেতাব জিতল মোনাকো৷ তাদের পক্ষে গোলদুটি করেন ফরাসি ওয়ান্ডার কিড এমবাপে ও জার্মেন৷ এ’নিয়ে আট নম্বর ফরাসি লিগ জিতল রেড অ্যান্ড হোয়াইট স্ট্রাইপস৷
ম্যাচের ১৯ মিনিটে মোনাকোকে এগিয়ে দেন ১৮ বছরের এমবাপে৷ ক্যাপ্টেন ফালকাওয়ের থ্রু বল ধরে গোল করেন রিয়াল মাদ্রিদের নজরে থাকা এই ফরাসি বিস্ময় প্রতিভা৷ অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান বাড়ান আরেক ফরাসি ফুটবলার জার্মেন৷
ঠিক ১৯ বছর আগেই প্রাক্তন ফরাসি তারকা ত্রেজেগুয়ে, বার্থেজ, স্যাগনলের হাত ধরে লিগ জিতেছিল মোনাকো৷ তারপর এই প্রথম৷
ফর্ম ফিরে পাওয়া ফালকাও ও এমাবপে জুটিতেই পিএসজিকে টপকে বাজিমাত করেছে তারা৷