বিডিমেট্রোনিউজ॥ রাজধানীর কেরানীগঞ্জে সমকামী সন্দেহে ২৭ ব্যক্তি ও এক কমিউনিটি সেন্টারের মালিককে আটক করেছে র্যাব-১০।
শুক্রবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া শুক্রবার বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, আটককৃত ব্যক্তিরা ফেসবুক ও মোবাইল ফোনের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে ওই কমিউনিটি সেন্টারে একত্রিত হয়েছিল। তাদের কেরানীগঞ্জ ক্যাম্পে রাখা হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে র্যাব-১০ এর কমান্ডিং অফিসার (সিও) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, ওই ব্যক্তিদের বৃহস্পতিবার রাতে কমিউনিটি সেন্টার থেকে আটক করা হয়। এ সময় ৪৫ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা মোবাইল ও ফেসবুকে যোগাযোগ করে মনোরঞ্জনের জন্য প্রতি মাসে একত্রিত হতেন বলে জানান জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।