আপনার আজকের রাশিফল ॥ ২০ মে

বিডিমেট্রোনিউজ ডেস্ক  আজকের রাশিফল : শনিবার, ২০ মে ২০১৭

মেষ
ব্যবসার দিকে খুব ভাল ফল লাভ করতে পারবেন । পড়াশুনার দিকে শুভ পরিবর্তন । তবে চাকুরীর স্থানে একটু গণ্ডগোল বাধতে পারে । সন্তানের জন্য কোনও চিন্তার কারন হতে পারে।
বৃষ
অতিরিক্ত উদারতার জন্য কিছু ক্ষতি হবার সম্ভাবনা । ব্যবসার দিকে পাওনা আদায়ের যোগ । প্রিয়জনের সঙ্গে থাকার জন্য মনে আনন্দ । কর্মস্থানে পদোন্নতির সুযোগ আসতে পারে
মিথুন
বাড়িতে অনেক অতিথি আসতে পারে । প্রতিবেশীর সঙ্গে শত্রুতা বৃদ্ধি হবার সম্ভাবনা । পিতার শরীরের ব্যপারে কোনও চিন্তা বাড়তে পারে । বেকারদের জন্য চাকুরীর খবর আসতে পারে ।
কর্কট
সকালের দিকে একটু মানসিক যন্ত্রনা বাড়তে পারে । ব্যবসার দিকে আনন্দ বাড়তে পারে । শক্তির অপব্যবহার হতে পারে । কর্ম স্থান পরিবর্তন হওয়ার সম্ভবনা । শরীরের জন্য চিন্তা ।
সিংহ
শরীরের দিকে কোনও ক্ষত থেকে রোগ বৃদ্ধি । প্রেমের ব্যপারে মান বাড়তে পারে । প্রবাসী ঘরে ফেরার সম্ভাবনা । ব্যবসার দিকে কিছু চিন্তার কারন হতে পারে । চাকুরীর স্থানে মহিলার থেকে সাবধান থাকুন ।
কন্যা
সকাল দিকে সংসারে বিবাদ বাধতে পারে । কর্ম স্থানে সুনাম বৃদ্ধি । পেটের কোনও রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভবনা । প্রেমের দিকটা খুব সুন্দর থাকবে । শরীর মোটামুটি ঠিক থাকবে ।
তুলা
ব্যবসার দিকে লাভ অনেকটা বাড়তে পারে । অপরের উপকার করতে গিয়ে একটু সাবধান থাকুন । মহিলার প্রতি আসক্তি বাড়তে পারে । উচ্চব্যক্তির সঙ্গে বিবাদ । বিদেশে থাকা কোনও বন্ধুর খবর পেতে পারেন।
বৃশ্চিক
কোনও কাজে খুব দেরি হওয়ার সম্ভাবনা । রোগ থেকে মুক্তির দিন প্রেমের দিকে বাধা পরতে পারে । অর্থ চাপ বৃদ্ধি । পিতার সঙ্গে কোনও দরকারি বিষয় আলোচনা । শরীর ঠিক থাকবে ।
ধনু
ডাক্তারের ব্যপারে নিজের জন্য খরচ বাড়তে পারে । ব্যবসার দিকে একটু অবনতি । বাহিরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে । চলাফেরার দিকে একটু সাবধান থাকুন ।
মকর
অতিরিক্ত উদাসিনতার কারনে লোকে সুযোগ নিতে পারে । বাড়িতে শান্তির ব্যপারে একটু চিন্তা বৃদ্ধি । স্ত্রীর সঙ্গে বিবাদ একটু কমতে পারে । ব্যবসার দিকে একটু মন্দা থাকার জন্য সঞ্চয় কম ।
কুম্ভ
বাড়িতে চুরি থাকে সাবধান থাকুন । ব্যবসার দিকে লাভ বাড়তে পারে । শরীরে কোনও অঙ্গে যন্ত্রনা বাড়তে পারে । শরীরে একটু চাপ বাড়তে পারে । মহিলার থেকে সাবধান থাকুন ।
মীন
দ্বিমুখী আয় হওয়ার সম্ভাবনা । বাড়িতে কোনও কাজের জন্য চিন্তা । কোনও ছোট্ট ক্ষতি হওয়ার সম্ভাবনা । কাছে কোনও ভ্রমনের সম্ভাবনা । স্ত্রীর সঙ্গে তর্ক বেশী না করা ভাল হবে ।
জ্যোতিষ শ্রী জয়দেব
Print Friendly, PDF & Email

Related Posts