বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ডিএনসিসি এবং আলোকিত হৃদয় ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে, বার্জার পেইন্টস এর সহযোগিতায় বনানী ১১ নম্বর সড়কের পাশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (ওয়াপদা) মাঠের দেয়ালে ‘A Bangladesh Of Their Dreams’’ প্রতিপাদ্যের আলোকে একঝাঁক তরুন শিক্ষার্থী চিত্রশিল্পীর আঁকা ১৬টি চিত্রকর্ম পরিদর্শনে এসে মুগ্ধ হন তিনি।
মুগ্ধ হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আনিসুল হক তরুণদের স্বপ্নের বাংলাদেশের চিত্রকল্প দেখে ।
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত এসব শিক্ষার্থী চিত্রশিল্পীরা শনিবার তাদের স্বপ্নের বাংলাদেশের চিত্রকল্প নিপুণ হাতে দেয়ালের উপর ফুটিয়ে তোলেন। একটি পরিচ্ছন্ন, সুন্দর ঢাকা নগরী গড়ে তোলার প্রত্যয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ এসব শিল্পীরা যুব সমাজের মধ্যে সামাজিক বার্তা ছড়িয়ে দিতেই এ উৎসবে অংশগ্রহণ করেন। এর মাধ্যমে দেশীয় শিল্পকলার সাথে যুব সমাজের যোগসূত্র স্থাপনের পাশাপাশি মেধা অন্বেষণের মধ্য দিয়ে আগামীতে একজন ‘জয়নুল আবেদিন’কে আবিষ্কার করা সম্ভব হবে।
এদিকে শনিবার দুপুরে শিল্পকলা একাডেমি’র ভাস্কর্য গ্যালারিতে ‘শিল্পীর চোখে সবুজ ঢাকা’ নামের এক আর্ট ক্যাম্পেইন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আগামী ৬ মাসের মধ্যে ডিএনসিসি’র কিছু কিছু জায়গা এমনভাবে তৈরি করা হবে যেখানে শিল্পীরা তাঁদের শিল্পকর্ম প্রদর্শন করতে পারবেন। এসব স্থানে চিত্রশিল্পীরা তাদের আঁকা ছবিগুলো প্রদর্শন করবেন আর নাট্য শিল্পীরা প্রদর্শন করবেন তাদের নাটক।
ডিএনসিসি, সবুজ ঢাকা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এ ক্যাম্পেইন এর আয়োজন করে। ৩০০ জন চিত্রশিল্পী তাদের নিজ নিজ দৃষ্টিতে সবুজ ঢাকা’র চিত্রকল্প ফুটিয়ে তুলছেন রং ও তুলির আঁচড়ে।
তাঁদের এ উদ্যোগকে অভিনন্দন জানিয়ে মেয়র বলেন, ডিএনসিসি আজ আপনাদের কাছে চিরঋণী হয়ে রইল। অনুষ্ঠানে শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, মনিরুল ইসলাম, তালকেশ ঘোষ, বীরেন সোম, কনক চাঁপা চাকমা, গুলশান আরা, তরুন ঘোষ, রোকেয়া সুলতানা ও নাসিম আহমেদ উপস্থিত ছিলেন।