বরিশাল বিভাগীয় আইনজীবী সমিতি, ঢাকার নতুন কমিটি

খসরুজ্জামান সভাপতি, আখতার হোসেন সাধারণ সম্পাদক

বিডিমেট্রোনিউজ ডেস্ক বরিশাল বিভাগীয় আইনজীবী সমিতি, ঢাকার ২০১৭-১৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার ঢাকা আইনজীবী সমিতির অ্যাডভোকেট জিল্লুর রহমান মিলনায়তনে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এই কমিটিতে অ্যাডভোকেট শাহ মোঃ খসরুজ্জামান সভাপতি, অ্যাডভোকেট আবুল কালাম মোহাম্মদ আখতার হোসেন সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট মো. ওমর ফারুক কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন।

কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন, অ্যাডভোকেট মো. আ. সাত্তার দুলাল (বরিশাল), অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম হাওলাদার (ঝালকাঠি), অ্যাডভোকেট আবদুল মজিদ মল্লিক (বরগুনা), অ্যাডভোকেট মো. আলমগীর (ভোলা), অ্যাডভোকেট অবিনাশ চন্দ্র মিস্ত্রি (পিরোজপুর) ও মো. মোজাম্মেল হক চৌধুরী (পটুয়াখালী)।

Print Friendly, PDF & Email

Related Posts