জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) ॥ মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরে ১ কোটি ২ লক্ষ ৭৪ হাজার ৬১৪ টাকা বাজেট ঘোষনা করা হয়েছে।
রোববার সকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সভা কক্ষে আয়োজিত বাজেট অধিবেশন সভায় সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান আলহাজ হানিফ দর্জি এ বাজেট ঘোষনা করেন।
বাজেট অধিবেশন সভায় পরিচালনা করেন ইউপি সচিব মো. মহিউদ্দিন সোহেল।
উপস্থিত ছিলেন, ১, ২ ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার শাহানাজ পারভীন, ৪, ৫ ৬নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার খাদিজা ইসলাম, ১নং ওয়ার্ড মেম্বার এমএ ছাত্তার প্রধান, ২নং ওয়ার্ড মেম্বার সুরুজ মুন্সি, ৪নং ওয়ার্ড শহীদ উল্লাহ প্রধান, ৫নং ওয়ার্ড মেম্বার জাহিদ হোসেন, ৬নং ওয়ার্ড মেম্বার শিপন সরকার, ৭নং ওয়ার্ড মেম্বার মো. কবির হোসেন, ৮নং ওয়ার্ড মেম্বার শাহআলম প্রধান, ৯নং ওয়ার্ড মেম্বার শাহজালাল প্রধান প্রমূখ।
কৃষি ও সেচ প্রকল্প খাতে ৬ লক্ষ, ভৌত অবকাঠামো, যোগাযোগ ও আর্থসামাজিক খাতে ৬৩ লক্ষ, শিক্ষা খাতে ৩ লক্ষ, স্বাস্থ্য খাতে ৫ লক্ষ, মহিলা যুব ও শিশু উন্নয়ন খাতে ৩ লক্ষ, সামাজিক নিরাপত্তা ও প্রতিষ্ঠা সহায়তা খাতে ৫ লক্ষ’সহ বিভিন্ন খাতে সর্বমোট ১ কোটি ২ লক্ষ ৭৪ হাজার ৬১৪ টাকা বাজেট ঘোষনা করা হয়েছে।