নিজেই স্বীকার করলেন দীপিকা (ভিডিওতে দেখুন)

বিডিমেট্রোনিউজ ডেস্ক এর আগে দীপিকা পাড়ুকোন বলেছিলেন, ভিন ডিজেলের বাচ্চার মা হওয়ার কথা কল্পনা করেন তিনি।

আর এবার দীপিকা বললেন ভিন ভালবাসেন তাকে। কান চলচ্চিত্র উৎসবেই দেওয়া এক সাক্ষাৎকারে প্রশ্নকর্ত্রী বলেন, মনে হয় ভিনকে একটু বেশিই ভালবাসেন আপনি। সঙ্গে সঙ্গে দীপিকার জবাব, আজ্ঞে না, বরং ওই ভালবাসে আমাকে। এটা স্পষ্ট করে বলার সময় এসেছে। হ্যাঁ, ভিন দুর্দান্ত। আমার দেখা সেরা মানুষ। ওর হৃদয় বিরাট বড়, ওর জন্যই আমার এত সব অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। আমার প্রতিভার ওপর পুরোপুরি বিশ্বাস রয়েছে ওর। ভিন আমার সারা জীবনের বন্ধু।

দেখুন সেই সাক্ষাৎকার।

শোনা যাচ্ছে, ভিন চেষ্টা করছেন, হলিউডে দীপিকার কেরিয়ার গড়ে দিতে। দীপিকার কাছে আসা চিত্রনাট্যগুলি নিজে ঝাড়াই বাছাই করছেন। যদিও প্রকাশ পাড়ুকোন কন্যা এখন আর কোনও হলিউড ছবি করছেন না, তিনি ব্যস্ত পদ্মাবতী নিয়ে।

যাই হোক, এবার বলুন তো, রণবীর সিংহের কী হবে?

Print Friendly, PDF & Email

Related Posts