পাঁচ বছর পরে লা লিগার সেরা রিয়াল

বিডিমেট্রোনিউজ ডেস্ক পাঁচ বছর পরে লা লিগার সেরা রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে লা লিগার ক্লাইম্যাক্স কোনও থ্রিলার ছবির মতোই নাটকীয় মোড় নিয়েছিল। পরিস্থিতি যা ছিল তাতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুই দলই ছিল দৌড়ে। কিন্তু শেষমেশ ফিনিশিং লাইনে পৌঁছল রিয়াল।

কার্লো আনচেলোত্তির মতো ম্যানেজার যা করতে পারেননি, তাঁর শিষ্য জিনেদিন জিদান সেটা করে দেখালেন। পাঁচ বছরের হতাশা কাটিয়ে ফের লিগ খেতাব ফিরিয়ে আনলেন রিয়াল মাদ্রিদে।

মালাগা ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেই এক প্রকার হুঙ্কার দিয়েছিলেন জিদান। রিয়ালের ফরাসি ম্যানেজার জানিয়েছিলেন জয়ে শব্দটা ক্লাবের ডিএনএ-তে রয়েছে। তাঁর দলও ম্যানেজারের কথা রাখল। নিঁখুত একটা পারফরম্যান্সের সৌজন্যে মালাগাকে ২-০ হারিয়ে চ্যাম্পিয়ন হল রিয়াল। মালাগা এই মরসুমে ‘জায়ান্ট কিলার’ হয়ে উঠেছিল। বার্সাকে নিজেদের ঘরের মাঠে হারানোর পরে আশা ছিল হয়তো রিয়ালের বিরুদ্ধেও কোনও অঘটন ঘটাবে মালাগা। হল না। বরং প্রথমার্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে ১-০ এগোয় রিয়াল। করিম বেঞ্জিমা জয় নিশ্চিত করেন।

রিয়াল সমর্থকরা তখন একপ্রকার আন্দাজ করেই ফেলেছেন এ রাত অঘটনের নয়। বরং রিয়ালের ফের মুকুট ফিরে পাওয়ার। হল ঠিক তাই।  ২-০ লিড ধরে রেখে ৩৩ নম্বর লা লিগা খেতাব জিতল রিয়াল।

Print Friendly, PDF & Email

Related Posts