যারা একদিন বাংলাদেশকে কটাক্ষ করেছিল, সেই লারারাই নেই!

বিডিমেট্রোনিউজ ক্রিকেটের মিনি বিশ্বকাপ হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি । ১ জুন থেকে শুরু হচ্ছে এই ট্রফি। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের এই টুর্নামেন্ট এখনই উত্তেজনার পারদ ছড়াচ্ছে। বাংলাদেশ তার নিজস্ব যোগ্যতায় এবার সরাসরি এই ট্রফিতে অংশ নিচ্ছে।কিন্তু এবার চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেয়ার যোগ্যতা হারিয়েছে ব্রায়ান লারাদের ওয়েস্টইন্ডিজ।দর্পচূর্ণ হয়েছে তাদের, যারা একদিন বাংলাদেশকে কটাক্ষ করেছিল।

২০০৬ সালের ঘটনা।সে বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সরাসরি অংশ নেয় ‌র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ছয় দল (ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড)। র‌্যাঙ্কিংয়ের  পরবর্তী চারটি দল ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ড খেলে। ২৩ মার্চ কেনিয়াকে হারিয়ে শেষ দল হিসেবে (র‌্যাঙ্কিংয়ের  দশম) চ্যাম্পিয়নস ট্রফিতে (কোয়ালিফাইং রাউন্ড) নাম লেখায় বাংলাদেশ। অবশ্য কোয়ালিফাইং রাউন্ড থেকে বাদ পড়ে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা চ্যাম্পিয়নস ট্রফির মূলপর্বে অংশ নেয়।

৮ অক্টোবর জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারায় ব্রায়ান লারার দল। ক্যারিবীয়ানদের পরবর্তী ম্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে, ১১ অক্টোবর। বাংলাদেশের ম্যাচ নিয়ে লারাকে ম্যাচের পর প্রশ্ন করা হয়েছিল। লারা বাংলাদেশকে কটাক্ষ করে উত্তরটি দিয়েছিলেন এভাবে, ‘যদি জিম্বাবুয়ে এখানে খেলার সুযোগ না পায়, বাংলাদেশেরও এখানে থাকা উচিত নয়।’

পাশাপাশি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লারা বাংলাদেশকে নিয়ে বলেছিলেন, ‘যদি আপনি আপনার তুলনায় নিম্ন স্তরের একটি দলের বিরুদ্ধে খেলেন, তাহলে আপনাকে কোনো ধরণের খুঁত ছাড়া মাঠে নামতে হবে। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে পারে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে দাপট দেখিয়ে ম্যাচটি জিতে নেওয়া। এটা গুরুত্বপূর্ণ যে তাদের আর আমাদের মধ্যে দূরত্ব রাখা এবং ব্যবধান স্পষ্ট করা।’

বিভিন্ন গণমাধ্যমে লারার বক্তব্য ছাপা হয়েছিল। লারার বক্তব্যে বাংলাদেশ বেশ তেঁতে উঠেছিল। কিন্তু মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ তেঁতে উঠতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছিল ১০ উইকেটের বড় ব্যবধানে। তবে এখন মুদ্রার ওপিঠ দেখছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পারলেও ওয়েস্ট ইন্ডিজ পারছে না। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে নেই ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে বাংলাদেশ এখন অন্যান্য দলগুলোর বড় চিন্তার কারণ। ১১ বছর আগে লারা বাংলাদেশকে কটাক্ষ করেছিলেন ঠিকই। কিন্তু ছোট্ট স্বাধীন বাংলাদেশের টাইগার ক্রিকেটাররা কতটুকু সামর্থ্য রাখে সে সম্পর্কে কোনো ধারণা সেদিন এই ক্রিকেটের বরপুত্রের ছিল না।

আজকের প্রেক্ষাপটে বাংলাদেশকে নিয়ে বলা সেদিনের সেই বক্তব্য এবং উক্তি মনে পড়ছে কি  ক্রিকেটের এই বরপুত্রের?

Print Friendly, PDF & Email

Related Posts