মনজুরুল হাসান বাবুল ॥ তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের আদর্শ বাজার অন্যত্তম গুরুত্বপূর্ণ হওয়া স্বত্বেও বাজারে কোন উন্নয়নের ছোয়া লাগেনি। যে কারণে বাজারটি বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। বিশেষ করে একটি চান্নির অভাবে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয় এই বাজারের ক্রেতা-বিক্রেতাদের।
২০১১ সালে প্রতিষ্ঠিত বাজারটি বর্তমানে জাঁকজমক হয়ে উঠেছে। বাজারের নিজস্ব জমিসহ এখানে বর্তমানে কাঁচাপাকা মিলিয়ে ৭০ থেকে৮০ টি দোকান রয়েছে। এই বাজারের উল্লেখযোগ্য ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শিমুল শেখের চিংড়ীর শেড, রনি শেখের পানির ফিল্টার ও নান্টু শেখের রাইস মিল। এসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে মুড়াগাছা, হরিহরনগর ও শাহপুর এলাকার মানুষ প্রয়োজন মিটিয়ে আসছে।
সরেজমিন দেখা গেছে, চান্নির অভাবে ক্রেতা-বিক্রেতাদের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কেনা-বেচা করতে হয়। বাজারের পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় একটু বর্ষা হলে বাজারে পানি জমে যায়। চলাফেরা করতে সবার অনেক কষ্ট হয়।
খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের ছালাম সরদার দুঃখ প্রকাশ করে বলেন, চান্নির অভাবে ব্যাপারীরা বসার জায়গা পায়না বলে তারা আসতে চায় না। এজন্য মাছ, তরিতরকারির সহ বিভিন্ন জিনিসপত্রের দামও বেশি।
মহিউদ্দিন গাজী নামের একজন কাঁচামাল ও তরকারী বিক্রেতা বলেন,বাজারে বসার জায়গার অভাবে বেশি করে মাল আনা যায় না।খোলা জায়গায় বসতে হয়।বর্ষার দিনে তো হাটে বসায় যায় না, পানি জমে যায়।
বাজার কমিটির সভাপতি মোঃ আসাদুল্লাহ মিঠু বলেন, বাজারে পর্যাপ্ত জায়গা এবং সব ধরনের ব্যবসায়ী থাকা স্বত্বেও চান্নি ও পানি নিষ্কাশনের অভাবে ক্রেতা-বিক্রেতা উভয়ের কষ্ট হচ্ছে। দ্রুত আমাদের বাজারে চান্নিসহ পানি নিষ্কাশনের ব্যবস্থা প্রয়োজন। তিনি আরও বলেন এ সব সমস্যার সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে ব্যবসায়ীরা বাজারে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
বিষয়টি সমাধানের জন্য উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও এলজিআরডি কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছে বাজার কমিটি, ব্যবসায়ী ও গ্রামবাসীরা।