জাহিরের বিশেষ দিনে হাজির টিম ইন্ডিয়া

বিডিমেট্রোনিউজ ডেস্ক জাহির খান আর সাগরিকা ঘাটগে আনুষ্ঠানিক ভাবে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন গতকাল৷মঙ্গলবার সন্ধ্যায় ফের একবার বলিউড আর বাইশ গজের মেলবন্ধনে জন্ম নিল আরও একটা জুটি৷জাহিরদের শুভেচ্ছা জানাতে হাজির ছিল বলিউডের সেলেব থেকে টিম ইন্ডিয়ার প্রথম সারির ক্রিকেটাররা৷

এদিন প্রাক্তনদের মধ্যে হাজির ছিলেন সস্ত্রীক সচিন তেন্ডুলকর, মহম্মদ কাইফ ও অজয় জাদেজা৷ভারতীয় দলের ক্যাপ্টেন বিরাট কোহলি এলেন অনুষ্কা শর্মার হাতে-হাত রেখেই৷রোহিত শর্মাকে পাওয়া গেল রিতিকা সাজদের সঙ্গেই৷যুবরাজ সিং ও অজিঙ্ক রাহানেরাও থাকলেন জ্যাকের শুভদিনে৷ধাওয়াল কুলকার্নি ও তাঁর স্ত্রী শ্রদ্ধা খারুপুদেও সামিল হলেন চাঁদের হাটে৷আশিস নেহরারাও দেখা মিলল এদিন৷

গত ২৪ এপ্রিল জাহির টুইটারে সাগরিকার সঙ্গে আংটিবদলের ছবি পোস্ট করে সুখবরটা দিয়েছিলেন৷আর আইপিএল শেষ হতেই দিল্লি ডেয়ারডেভিলসের ক্যাপ্টেন বাগদান পর্বটাও সেরে ফেললেন৷সাগরিকা বলছেন,‘আমি ভাবতেও পারিনি যে, জাহির এতো সুন্দর একটা আংটি আমার জন্য নিয়ে আসবে৷সেই মুহূর্তটা আমি মুখে বলে বোঝাতে পারব না৷এটা আজীবন আমাদের কাছে ভীষণ স্পেশাল হয়ে থাকবে৷’

Print Friendly, PDF & Email

Related Posts