বিডিমেট্রোনিউজ ॥ জেএমবির সাবেক প্রধান মাওলানা সাইদুর রহমান ওরফে জাফরসহ তিন আসামিকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাত বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইমরুল কায়েস বেলা ১২টার দিকে এ মামলার রায় ঘোষণা করেন।
রায়ের সময় তাকে ভাবলেশহীন দেখালেও রায় ঘোষণা শেষে জেএমবির সাবেক এই প্রধানকে বেশ হাসিখুশি মেজাজে আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। ২০১০ সালের ২৫ মে ঢাকার দনিয়া নূর মসজিদের কাছে একটি বাড়ি থেকে সাইদুরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
মামলার অপর দুই আসামি আবদুল্লাহ হেল কাফী এবং তার স্ত্রী আয়শা আক্তার পলাতক রয়েছেন।
সন্ত্রাসবিরোধী আইনের ৯ ধারায় নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচার চালানোর দায়ে তিন আসামির সবাইকে ৭ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সাজা দেওয়া হয়েছে।
সন্ত্রাসবিরোধী আইনের ৮ ধারায় নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়ার অপরাধে তাদের ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সাজার রায় এসেছে।
এছাড়া ১০ ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করার অভিযোগ আনা হলেও রাষ্ট্রপক্ষ তা প্রমাণ করতে না পারায় ওই ধারার অভিযোগ থেকে তিন আসামিকে খালাস দিয়েছেন বিচারক।
এ আদালতের পিপি কাজী জাহাঙ্গীর হোসেন জানান, রায়ে বলা হয়েছে, আসামিদের দুই ধারার সাজা পরপর খাটতে হবে। অর্থাৎ তাদের মোট সাত বছর ছয় মাস জেলে কাটাতে হবে। কিন্তু তাদের হাজতবাসকালীন সময়ও সাজা খাটা হিসেবে গণ্য হবে। ফলে ঠিক সাত বছর আরে এই দিনে গ্রেপ্তার হওয়া সাইদুরকে সাজা খাটতে হবে আর মাত্র ছয় মাস।