বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আজকের রাশিফল : শুক্রবার, ২৬ মে ২০১৭
মেষ
আজ একটু চোখের রোগ থেকে সাবধান থাকুন । কাজের চাপ বাড়তে পারে । খবারের দিকে খরচ বৃদ্ধি । পিতার সঙ্গে কোনও বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে । ব্যবসার দিকে কোনও চিন্তা ।
বৃষ
বুকের কোনও কষ্ট বাড়তে পারে । ব্যবসার দিকে আশার পরিমাণ বৃদ্ধি । পড়াশুনার জন্য বিদেশে যাবার সুযোগ আসতে পারে । চাকুরীর স্থানে কোনও ভাল কাজ করবার জন্য সুনাম বাড়তে পারে ।
মিথুন
আজ একটু ভাল মন্দ মিলিয়ে চলবে । আত্মীয়ের সঙ্গে কোনও বিবাদের জন্য মন কষ্ট । ব্যবসার দিকে লাভ বাড়তে পারে । বাহিরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে । শরীর ঠিক থাকবে ।
কর্কট
আজ ব্যবসার দিকে বাড়তি কিছু লাভ বাড়তে পারে । আপনার হাতে কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা । শেয়ার বাজারে একটু উন্নতি আসতে পারে । পায়ের কোনও অংশে যন্ত্রনা বাড়তে পারে ।
সিংহ
ব্যবসার দিকে আয় বাড়তে পারে । প্রেমের জন্য আনন্দ বৃদ্ধি । অর্থ ব্যপারে কোনও সাহায়্য আসতে পারে । সামাজিক সুনাম পাবেন । সন্তানের জন্য খরচ বৃদ্ধি । মায়ের শরীর নিয়ে চিন্তা ।
কন্যা
সারা দিন অধিক ব্যয় বাড়তে পারে । ব্যবসার দিকে ক্ষতি হওয়ার যোগ । বাহিরে কোনও লোকের সঙ্গে বিবাদ । আইনি কোনও কাজের জন্য খরচ বাড়তে পারে ।পুজা পাঠের জন্য খরচ ।
তুলা
বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি । আত্মীয়ের সঙ্গে বিরধ । স্ত্রীর সঙ্গে কোনও বিশেষ আলচনা । বন্ধুদের সঙ্গে ভ্রমনের আলচনা । চাকুরীর স্থানে কোনও চিন্তা বাড়তে পারে । পিতার সঙ্গে তর্ক ।
বৃশ্চিক
ব্যবসার দিকে উদ্বেগ বেশী থাকার জন্য উচ্চব্যক্তির কাছে অপমান । প্রতিবেশীর কোনও কজের জন্য সম্মান বাড়তে পারে । অর্থ চাপ বৃদ্ধি । দূরে কোনও ভ্রমনের জন্য আলোচনা ।
ধনু
ব্যবসার দিকে বাড়তি কোনও খরচ বৃদ্ধি । শুভ যোগাযোগ হাত ছাড়া করবেন না । শরীরের দিকে কোনও রোগ নিয়ে চিন্তা । বাড়তি কোনও খরচের জন্য স্ত্রীর সাথে বিবাদ
মকর
বাড়িতে কোনও বাজে খবর আসতে পারে । শরীরে কোনও ক্ষত অংশ থেকে রোগ বাড়তে পারে । ব্যবসার দিকে কোনও বাড়তি কিছু ব্যবস্থা । বাড়িতে খরচ অনেক বাড়তে পরে ।
কুম্ভ
রাস্তা ঘাটে কোনও বিপদ থেকে সাবধান । পিতার সঙ্গে কোনও বিবাদের জন্য চিন্তা । মায়ের সঙ্গে কোনও আলোচনা, অপরের জন্য কোনও বিবাদ বাড়িতে আসতে পারে । শরীরের দিকে নজর দিন ।
মীন
কাজের দিকে অলসতা আসতে পারে । ভাই ভাই বিবাদ আসতে পারে । প্রেমের দিকে বিরহ আসতে পারে । পেটের কোনও সমস্যা আসতে পারে । চাকুরীর সমস্যা বাড়তে পারে ।
জ্যোতিষ শ্রী জয়দেব