রাজধানীতে স্বস্তির কালবৈশাখী

বিডিমেট্রোনিউজ জ্যৈষ্ঠের তাপপ্রবাহ শেষে আজ রাজধানীতে হঠাৎ কালবৈশাখী দেখা দেয়। প্রায় সপ্তাহব্যাপী তাপদাহে অতিষ্ঠ রাজধানীতে তাতেই যেন স্বস্তির বার্তা।

শুক্রবার সকাল থেকেই প্রায় দিনভর পূর্ণকিরণে তাপ ছড়ায় সূর্য। তাই ছুটির দিনেও ব্যস্ত নগরবাসী, খেটে খাওয়া মানুষের ছিল একটু বৃষ্টির জন্য প্রতীক্ষা। বিকেল ৪টা থেকে তীব্র ধূলিঝড়ের সঙ্গে শুরু হয় কালবৈশাখী।

এতে রাজধানীতে ঝুম বৃষ্টির দেখা না মিললেও ক্ষণিকের বৃষ্টির পরশে যেন একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে এ শহরের মানুষ। এদিকে সকালে এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি হলেও তাপপ্রবাহের দাপট পুরোপুরি কমতে সময় লাগবে আরও কয়েকটা দিন।

Print Friendly, PDF & Email

Related Posts