জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) ॥ মতলব উত্তর উপজেলার স্বনামধন্য মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ফতেপুর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ১৭ জুন ২০১৭ ইং তারিখে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে গত ২২ মে তফসিল ঘোষনা করেন নির্বাচনে দায়িত্বে থানা রিটানিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম।
ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রজ্জব আলী বলেন, ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০১৭-১৯ অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুন। ইতোমধ্যে তফসিল ঘোষনা করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ হয়েছে। সর্বমোট ভোটার ৪৭৫ জন।
তিনি আরো বলেন, ইতোমধ্যেই প্রার্থীতা আহ্বানের জন্য প্রচার প্রচারণা চালানো হয়েছে।