ফতেপুর উচ্চ বিদ্যালয়ের নির্বাচন আগামী ১৭ জুন

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) মতলব উত্তর উপজেলার স্বনামধন্য মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ফতেপুর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ১৭ জুন ২০১৭ ইং তারিখে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে গত ২২ মে তফসিল ঘোষনা করেন নির্বাচনে দায়িত্বে থানা রিটানিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম।
ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রজ্জব আলী বলেন, ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০১৭-১৯ অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুন। ইতোমধ্যে তফসিল ঘোষনা করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ হয়েছে। সর্বমোট ভোটার ৪৭৫ জন।

তিনি আরো বলেন, ইতোমধ্যেই প্রার্থীতা আহ্বানের জন্য প্রচার প্রচারণা চালানো হয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts