বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বহু আগেই আইসিসির ব্যানারে অন্যতম সেরা টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন আমেরিকান ক্রিকেটাররা।২০০৪ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া ১২টি দলের মধ্যে অন্যতম এই আমেরিকা।
রীতিমতো প্রতিযোগিতা মূলক টুর্নামেন্ট জিতে এই স্থান অর্জন করতে হয় আমেরিকাকে।
নামিবিয়া, আমেরিকা, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস ও কানাডা এই ৬টি দেশকে নিয়ে একটি টুর্নামেন্ট হয়, আর সেই টুর্নামেন্ট জিতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেয় আমেরিকা।
আমেরিকার মানচিত্রে ক্রিকেট সেভাবে জায়গা করে নিতে না পারলেও, তাদের এই কৃতিত্ব ও প্রচেষ্টা অনস্বীকার্য।