তামিমের সেঞ্চুরি

Bangladesh 334/7 (48.5 ov)

বিডিমেট্রোনিউজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। ৯৩ বলে ১০২ রানের ঝড়ো ইনিংস খেলার পথে তামিম ৯টি চার ও ৪টি দর্শনীয় ছক্কা হাঁকান। এ ইনিংস খেলার পথে তামিম দ্বিতীয় উইকেটে কায়েসের সঙ্গে ১৪২ রানের জুটিও গড়ে তোলেন।

শনিবার বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফি। সপ্তম ওভারের প্রথম বলে দলীয় সৌম্য ১৯ রান করে জুনায়েদ খানের বলে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।

২৭তম ওভারে দলীয় ১৬৯ রানে শাদাব খানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে বিদায় নেন ইমরুল কায়েস। তার ৬২ বলে করা ৬১ রানের ইনিংসটি ৮টি চারে সাজানো। ৩৪তম ওভারে শাদাব খানের শিকার হন তামিম ইকবাল। জুনায়েদ খানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন উদ্বোধনী এ ব্যাটসম্যান।

উল্লেখ্য, আগামী ৩০ মে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ১ জুন, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী দিন লন্ডনের কেনিংটন ওভালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর দ্বিতীয় মর্যাদাকর আসর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ।

‘এ’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী দু’টি ম্যাচ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে, আগামী ৫ ও ৯ জুন।

Print Friendly, PDF & Email

Related Posts