বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আগামী মৌসুমের শুরুতেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুটি এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা। আর এর ফলে নতুন বার্সা কোচ আর্নেস্টো ভালভারদের সামনে মৌসুমের শুরু থেকেই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
আগামী ২৯ জুলাই প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে মিয়ামিতে প্রথম ক্ল্যাসিকোতে দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে। কিন্তু শনিবার কাতালান জায়ান্টরা কোপা ডেল রে শিরোপা জেতায় স্প্যানিশ সুপারকোপাতেও লা লিগার চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে বার্সেলোনা। শনিবার আলাভেসের বিপক্ষে কোপা ডেল রে’র ফাইনালে ৩-১ গোলে জয়ের মাধ্যমে কোচ হিসেবে লুইস এনরিকের সাথে সম্পর্ক শেষ হয়েছে বার্সার। তিন বছরের মেয়াদে লিগ শিরোপাটা হাত ছাড়া হলেও টানা তৃতীয়বারের মতো কোপা ডেল রে’র শিরোপা উপহার দিয়েছেন এনরিকে।
সাম্প্রতিক সময়ে লিগ ম্যাচ ছাড়া দুই দলের লড়াই খুব একটা দেখা যায়নি। এর আগে ২০১০-১১ মৌসুমে পেপ গার্দিওলা ও হোসে মরিনহোর আমলে দুই স্প্যানিশ জায়ান্ট ১৭ দিনের ব্যবধানে চারবার মুখোমুখি হয়েছিল। সর্বশেষ সুপারকোপায় ২০১২-১৩ মৌসুমে মরিনহোর শেষ মেয়াদে বার্সা ও মাদ্রিদ একে অপরের মোকাবেলা করেছিল। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে ঐ আসরে এ্যাওয়ে গোলের সুবাদে সর্বশেষ ট্রফি জিতেছিলেন পর্তুগীজ এই বস।