বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ জন্মেছে কয়েক মিনিটও হয়নি। অথচ ছোট্ট ছোট্ট তুলতুলে পায়ে দিব্যি হাঁটছে সে। ফেসবুকে পোস্ট করা এই ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে।
ভিডিওয় দেখা যাচ্ছে, নার্স ধরে আছেন শিশুটিকে। কিন্তু সে রীতিমত কুস্তি করছে নিজে নিজে হাঁটার জন্য।
২৬ তারিখ সম্ভবত ব্রাজিল থেকে পোস্ট হয়েছে এই ভিডিও। বাচ্চাটা কোথাকার, সে ছেলে না মেয়ে- কিছুই জানা যায়নি।
তবে ৫ কোটির ওপর মানুষ এই ভিডিও দেখে ফেলেছেন, শেয়ার হয়েছে ১৩ লাখের মত।
চলুন, আপনিও দেখে নিন ভিডিওটি :
https://www.facebook.com/arlete.arantes.94/videos/336828263402719/