একটু পরেই বাংলাদেশ-ভারত ম্যাচ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ওভালে সোমবার দুদলের অনুশীলন হয়েছে আলাদা সময়ে। সকালে ভারত, দুপুরে বাংলাদেশ। একই সময়ে অনুশীলন হলেও অবশ্য ওই ছবি কল্পনা করা কঠিন। বাংলাদেশের নেটে ভারতে বোলারদের বোলিং যেমন অকল্পনীয়, তেমনি কঠিন বাংলাদেশ-ভারতের প্রস্তুতি ম্যাচ শুধু প্রস্তুতি ম্যাচ হয়েই থাকা!

গত কবছর ধরেই বাংলাদেশ-ভারত ম্যাচ মানে বাতাসে বারুদের গন্ধ। ২০১২ এশিয়া কাপে শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির উপলক্ষটাকে ম্লান করে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের বিতর্কের রেশ এখনও নাড়া দেয় মাঝেমধ্যে।

চ্যাম্পিয়নস ট্রফির মূল মঞ্চে মাঠে নামার আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। কেনিংটন ওভালে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বেলা ৩টা ৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও স্টার স্পোর্টস।

ম্যাচটি খেলতে মুখিয়ে আছেন তামিম ইকবালও। বড় মঞ্চে ভারতকে প্রথমবার হারানোর অন্যতম নায়ক তিনি। ২০০৭ বিশ্বকাপে তামিমের বীরোচিত ইনিংস আর বাংলাদেশের জয়ের গল্প কখনোই পুরানো হবার নয়। তার পর তো জমে গেছে আরও কত কত গল্পের রসদ। ভারতের বিপক্ষে ম্যাচের ওজন তাই ভালো করেই জানেন এই ওপেনার।

Print Friendly, PDF & Email

Related Posts