সেক্স ভিডিও ফাঁসের পর জয়সুরিয়া বেকায়দায়

বিডিমেট্রোনিউজ ডেস্ক বিতর্কিত সেক্স ভিডিও ফাঁস হওয়ার পর অনিশ্চয়তার মুখে শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচক হিসেবে প্রাক্তন বিস্ফোরক ব্যাটসম্যান সনথ জয়সুরিয়ার ভবিষ্যত্। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) তার মেয়াদ আর নাও বাড়াতে পারে বলে সূত্রের খবর।

এসএলসি-র সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে জানানো হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ইস্তফা দিতে পারেন জয়সুরিয়া। যদি তিনি তা না করেন, তাহলে বোর্ড সম্ভবত নির্বাচক হিসেবে তার মেয়াদ আর বাড়াবে না।

শ্রীলঙ্কা ক্রিকেটের এক পদস্থ আধিকারিক বলেছেন, সম্প্রতি জয়সুরিয়ার ব্যক্তিগত জীবনের একটি ভিডিও সংবাদমাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে। এতে জনমানসে খুব খারাপ ধারণা তৈরি হয়েছে। তাই বোর্ড চায় না যে, তিনি আর নির্বাচক পদে থাকুন।

জয়সুরিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রাক্তন স্ত্রীর সঙ্গে তার সেক্স ভিডিও ফাঁস করে দিয়েছেন। যদিও প্রতিশোধ নিতে তিনি এমন কাজ করেছেন বলে প্রমাণ হয়নি।

সিএলসি-র অপর এক আধিকারিক জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পরই নির্বাচক পদে আর থাকবেন না জয়সুরিয়া। চ্যম্পিয়ন্স ট্রফির সময় তাকে ইংল্যান্ডেও পাঠাচ্ছে না বোর্ড।

Print Friendly, PDF & Email

Related Posts