ট্রফি থেকে এক হাত দূরে মাশরাফি!

বিডিমেট্রোনিউজ ডেস্ক ট্রফি থেকে আপনি কতটা দূরে?’ মাশরাফি বিন মুর্তজা হাসলেন, ‘এক হাত!’ চ্যাম্পিয়নস ট্রফিটা টেবিলের ওপর রাখা। সেটি থেকে আসলেই হাতখানেক দূরে বসে সংবাদ সম্মেলন করছিলেন বাংলাদেশ অধিনায়ক।

উত্তরটা রসিকতা। কিন্তু বাংলাদেশের ওই সাংবাদিকের প্রশ্নটা তো তা নয়। সেটি মাশরাফিদের কাছে আকাশছোঁয়া প্রত্যাশার প্রমাণ। এমন প্রত্যাশা, কখনো কখনো যা যুক্তি মানে না। মাশরাফির নিজেরও সেটির সঙ্গে ভালোই পরিচয় হয়ে গেছে এত দিনে। কাল দুপুরে ওভালের সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটা বেশ কয়েকবার ঘুরেফিরে এল। এক ইংলিশ সাংবাদিকও বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে জানতে চাইলেন। যেটির উত্তর দিতে গিয়েও হাসি ফুটেছে মাশরাফির মুখে, ‘প্রত্যাশা তো অনেক। দেশের মানুষ মনে করে, আমরা চ্যাম্পিয়নস ট্রফি জিতেই ফিরব।’

এর আগেই অবশ্য প্রত্যাশার চাপটা ইংল্যান্ডের ওপর চাপিয়ে দিতে চেয়েছেন, ‘ইংল্যান্ডের ওপর চাপ অনেক বেশি। নিজেদের দেশে খেলা, তার ওপর গত কিছুদিন যেভাবে খেলছে, তাতে ওদের ফেবারিট বলায় অবাক হওয়ার কিছু নেই। দুই দলের ওপরই চাপ আছে, তবে ওদের ওপর সেটি বেশি।’

Print Friendly, PDF & Email

Related Posts