বিডিমেট্রোনিউজ ॥ রাজধানীর বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক সোহেল মাহমুদ তাদের মেডিকেল পরীক্ষার পর সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, সবগুলো রিপোর্ট আমাদের হাতে পৌঁছেছে। এ সংক্রান্ত আর কোনো রিপোর্ট বাকি নেই। রিপোর্ট দেখে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়। এরপরই চূড়ান্ত রিপোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গত ৭ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই তরুণীর ফরেনসিক টেস্ট (শারীরিক পরীক্ষা) সম্পন্ন হয়। পরীক্ষাগুলো হলো মাইক্রোবায়োলজি, রেডিওলজি এবং ডিএনএ।
ওই দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীর অভিযোগ, গত ২৮ মার্চ রাতে রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন তারা। এরপর গত ৬ মে বনানী থানায় ওই তারা একটি মামলা দায়ের করেন। আসামিরা হলেন, সাফাত আহমেদ, নাঈম আশরাফ, বিল্লাল হোসেন, সাদনান ও সাকিফ। সবাই গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। এদের মধ্যে চারজন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।