রূপগঞ্জে রকেট লঞ্চার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বিডিমেট্রোনিউজ ডেস্ক নারায়ণগঞ্জের রুপগঞ্জ  থেকে দুটি রকেট লঞ্চার, ৬৩টি এম সিক্সটিন রাইফেল, বেশ কিছু গ্রেনেড ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৫ নম্বর সেক্টরের একটি খাল থেকে এ সব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।  পুলিশের আইজিপি শহিদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।

তিনি বলেন, ‘পূর্বাচল ৫ নম্বর সেক্টরের একটি বাড়ির পাশের খালে বেশ কিছু অস্ত্র লুকানো আছে বলে আমরা খবর পাই। বৃহস্পতিবার গভীর রাতে ফায়ার সার্ভিসসহ গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে গিয়ে পানি সেচা শুরু করে। পরে পানির নিচ থেকে দুটি রকেট লঞ্চার, ৬৩টি এম সিক্সটিন রাইফেল, বেশ কিছু গ্রেনেড ও প্রচুর গোলাবারুদ উদ্ধার করেছি। অভিযান এখনো চলছে।’

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে আটকের কথা আজ সকালে জানিয়েছিল পুলিশ।

গত ২৯ মে শরীফ নামে এক যুবককে পূর্বাচল উপশহর প্রকল্পের দাউদপুর ইউনিয়নের গুতিয়াব এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলএমজি উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী আরো দুজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওই খাল থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়।  তবে এ অস্ত্র কাদের এবং কবে আনা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। অভিযান শেষ হলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

Print Friendly, PDF & Email

Related Posts