‘নাগরিক ঐক্য’ এখন রাজনৈতিক দল

বিডিমেট্রোনিউজ ডেস্ক রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে সামাজিক সংগঠন ‘নাগরিক ঐক্য’। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার ছিল সংগঠনটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে শুক্রবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মাহমুদুর রহমান বলেন, ‘আমরা শুরু করেছিলাম সামাজিক সংগঠন হিসেবে। গত পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজনৈতিক দল হিসেবে কাজ করার।’

তিনি বলেন, মানুষ বিকল্প রাজনৈতিক শক্তির প্রত্যাশা করে। সেই প্রত্যাশা মেটাতে আমরা পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে এসিদ্ধান্ত নিলাম।
অগণিত রাজনৈতিক দলের মতো নাগরিক ঐক্য স্রেফ আরেকটি দল হবে না মন্তব্য করে তিনি বলেন, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের আলোকে ধাপে ধাপে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করাই হবে আমাদের লক্ষ্য।

Print Friendly, PDF & Email

Related Posts