অভিনব প্রচারে সানি লিওন

বিডিমেট্রোনিউজ ডেস্ক নিরামিষাশী হন….. পেটার প্রচারে এস এমনটাই জানালেন সানি লিওন। সম্প্রতি, তাকে দেখা যায় একটি বিশেষ ক্যাম্পেইনে অংশ নিতে। পিপল ফর এথিকাল ট্রিটমেন্ট ফর অ্যানিম্যালস বা পেটা-র হয়ে প্রচারে তিনি এসেছিলেন। সেখানে তিনি সকলকে নিরামিষাশী হওয়ার জন্য আহ্বান করেন।

প্রচারে সানির থিম ছিল স্পাইস আপ ইওর লাইফ, গো ভেজিটারিয়ান। অর্থাৎ, আমিষ খাবার ত্যাগ করুন আর জীবনকে আরও মশলাদার বানান।এই থিমের প্রচারের ব্যাকগ্রাউন্ড হিসেবে সানির বিখ্যাত একটি কন্ডোমের বিজ্ঞাপন লাগানো হয়েছিল। আর থিমের সঙ্গে মানানসই করতে কন্ডোমের রেড চিলি ফ্লেভার বাছা হয়েছিল।

Print Friendly, PDF & Email

Related Posts