এবার গ্রেফতার বিহার বোর্ডে প্রথম হওয়া গণেশ কুমার

বিডিমেট্রোনিউজ ডেস্ক গ্রেফতার করা হল বিহারে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হওয়া গণেশ কুমারকে। বিহার স্কুল এগজামিনশন বোর্ডের দফতর থেকেই গ্রেফতার করা হয়েছে গণেশকে। তাঁর বিরুদ্ধে জাল নথি পেশ করার অভিযোগ করেছিলেন বিএসইবি চেয়ারম্যান আনন্দ কিশোর। নথি পরীক্ষা করে গণেশের বিরুদ্ধে জাল নথির মাধ্যমে পরীক্ষায় বসার অভিযোগ প্রমাণিত হওয়ার পরেই গ্রেফতার করা হল।

৫.৩৩ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে প্রথম হলেও, গানের অ আ ক খ-ও জানেন না গিরিডির গণেশ। তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, সুর আর তাল কী? তাঁর জবাব, গানে যে লম্বা রাগ টানা হয় তার নাম সুর আর তাল দিয়ে যে গান করি সেটাই তাল। সঙ্গীতে ক’প্রকার তাল আছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তিনটে, মধ্যম তাল আর সুর তাল। তাঁর বিশ্বাস, ভৈরবী রাগ গাওয়া হয় রাতে, বিখ্যাত কয়েকটি সঙ্গীত ঘরানা হল ‘পণ্ডিত রবিশঙ্করজি আর হরি চৌরাসিয়া’। প্র্যাকটিক্যালে কোন গানটা গেয়েছিলেন? জানতে চাইলে চরম বেসুরো কণ্ঠে তিনি শুনিয়ে দেন ফিল্মি গান, ইয়াদ আ রহি হ্যায়। ফলে দুর্নীতি করেই গণেশ প্রথম হয়েছেন বলে পরিষ্কার বোঝা যাচ্ছে। সেই কারণেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বছরও বিহার বোর্ডে কলা বিভাগের পরীক্ষায় প্রথম হওয়া রুবি রাই নিজের বিষয়ে কিছুই জানতেন না। তাঁকেও গ্রেফতার করে পুলিশ। এবার বিহারের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কেলেঙ্কারি ফাঁস হয়ে গেল। বিহার বোর্ড অবশ্য এই ঘটনার দায় এড়াতে চাইছে। গণেশের স্কুলের উপরেই দায় চাপাচ্ছেন বিএসইবি চেয়ারম্যান।

Print Friendly, PDF & Email

Related Posts