বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ভোলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী বেলালের বিরুদ্ধে। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ঘরে আগুন ধরিয়ে দেয় সে। এসময় আগুনে পুড়ে তার নয়মাসের শিশু কন্যারও মৃত্যু হয়। এ ঘটনায় স্বামী বেলাল হোসেনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দৌলতখান উপজেলায় এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা পুলিশের।
শাহনাজ ও তার সন্তানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। তাদের অভিযোগ, শুক্রবার রাতে জয়নগর গ্রামে স্ত্রী শাহনাজ ও দুই সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিল ট্রাক চালক বেলাল। গভীররাতে তার ছয়বছর বয়সী ছেলে মেহেদীকে ঘর থেকে বের করে দাদীর ঘরে দিয়ে আসে।
পরে স্ত্রী শাহনাজকে গলা কেটে হত্যা করে ঘরে আগুন ধরিয়ে দেয় সে। এসময় পুড়ে মারা যায় তাদের নয়মাস বয়সী শিশু কন্যা মোহনা। পরে অসুস্থতার অজুহাতে বেলাল ভোলা সরকারি হাসপাতালে ভর্তি হয়। খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় বেলালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।
হাসপাতাল থেকে বেলালকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকেই মেহেদী ও তার দাদীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।