হাসপাতালে মেনেকা গান্ধী

বিডিমেট্রোনিউজ ডেস্ক ভারতের নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী এবং দেশটির প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্রবধূ মেনেকা গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে।

পেটে প্রচন্ড ব্যথার কারণে ৬০ বছর বয়সী মেনেকাকে শুক্রবার রাতে দিল্লীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স (এআইআইএমএস) এ ভর্তি করা হয়েছে। খবর সিনহুয়া’র।

শুক্রবার সকালে তার নির্বাচনী আসন উত্তর প্রদেশের পিলিভিত সফরকালে পেটে প্রচন্ড ব্যথা দেখা দিলে জ্যেষ্ঠ এই মন্ত্রীকে প্রথমে স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বিমানে করে দিল্লীতে নিয়ে আসা হয়। তার মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষার পর মেনেকার পিত্তথলিতে পাথর ধরা পড়েছে।

নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘একদল চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। তিনি ভাল আছেন। এক দিন তাকে এআইআইএমএস হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। তার পিত্ত থলির পাথরের চিকিৎসা চলবে।’

১৯৭৪ সালে মেনেকা ইন্দিরা গান্ধীর ছোট ছেলে সঞ্জয় গান্ধীকে বিয়ে করেন। বিমান দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পর তিনি রাজনীতিতে পা রাখেন।
তিনি বেশ কয়েকটি নির্বাচনে জয়লাভ করেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির একজন সংসদ সদস্য।

এছাড়া মানেকা ভারতে একজন বিশিষ্ট পশু অধিকার আন্দোলন কর্মী হিসেবেও পরিচিত।

Print Friendly, PDF & Email

Related Posts