বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বহুল আলোচিত প্যারিস জলবায়ু চুক্তি ডোনাল্ট ট্রাম্প প্রত্যাহার করলেও এখনই সেই চুক্তি থেকে বের হতে পারছে না যুক্তরাষ্ট্র।
প্যারিস চুক্তির ২৮.১ ধারা অনুসারে, চুক্তির কোন পার্টি চুক্তিটি কার্যকরের তিন বছরের পর জাতিসংঘের মহাসচিব বরাবর লিখতে আবেদনের মাধ্যমে নিজেকে প্রত্যাহার করতে পারে। আর এ প্রক্রিয়া শেষ হতে কমপক্ষে এক বছর সময় লাগবে।
তাই এটা নিশ্চিত যে, ডোনাল্ট ট্রাম্প চুক্তি থেকে বের হওয়ার ঘোষণা দিলেও ২০২০ সালে আগে তা বাস্তবায়ন হচ্ছে না। যেহেতু গত বছরের ৪ নভেম্বর চুক্তিটি অনুমোদন দেওয়া হয়েছে তাই ২০১৯ সালের ৪ নভেম্বরের আগে যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বের হওয়ার আবেদন করতে পারবে না। আর এরপর ১ বছর লাগবে এর আনুষ্ঠানিকতায়। ফলে ২০২০ সালে ৪ নভেম্বর আগে যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করতে পারছে না।
এদিকে ২০২০ সালে নভেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে। এই নির্বাচনে যদি ডোনাল্ট ট্রাম্প জয়ী হতে না পারেন তাহলে বলা যায় প্যারিস চুক্তি নিয়ে বিশ্ববাসীর উদ্বেগের এখনই যথেষ্ঠ কারণ নেই।