ঢাকাস্থ জিনোদপুর ইউনিয়ন কল্যাণ সমিতির ইফতার

জ,ই বুলবুল, নবীনগর (ব্রাহ্মনবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী জিনোদপুর ইউনিয়ন কল্যাণ সমিতির ইফতার পার্টি গত শনিবার সন্ধ্যায় ঢাকার ইলিফ্যান্ট রোডস্থ স্টার কাবাবে অনুষ্ঠিত হয়।

কল্যাণ সমিতির আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ইফতার পার্টিতে ঢাকাস্থ জিনোদপুর ইউনিয়নের স্ব-স্ব পেশায় স্বনামধন্য সকল শ্রেণী পেশার লোকজনের উপস্থিতিতে এক আনন্দঘন মিলন মেলায় পরিণত হয়।

ইফতার পার্টিতে বক্তব্য রাখেন, বিএএফ শাহীন কলেজের প্রফেসর আব্দুল মান্নান, রাজনীতিবিদ ফুরকানুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগ নেতা জহির উদ্দীন সিদ্দিক টিটো, দৈনিক যায়যায় কালের সম্পাদক আলামিনুল হক আলামিন, আইনজীবি নেতা এডভোকেট একরামুল হক মাখন, ড. মাওলানা নজরুল ইসলাম, এডভোকেট এনামুল হক চৌধুরী, ব্যবসায়ী আব্দুল মাজেদ খন্দকার প্রমুখ।

ইউনিয়ন কল্যাণ সমিতির ইফতার আয়োজক কমিটির নেতারা হলেন, সাংবাদিক ও লেখক জ,ই বুলবুল, দারোগা জি এম শুকরিয়া, শেখ হাফিজুর রহমান, ফয়সাল আহমেদ মৃদুল, সোহেল চৌধুরী, মোঃ আশরাফুল টিপু, সোহেল তানভির, রায়হানুল ইসলাম, জিয়াউর রহমান, শাহ আলম, অলি আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, সম্পূর্ণ অরাজনৈতিক, অ-লাভজনক এই কল্যাণ সমিতি সু-সংগঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা। ইউনিয়নের সকলের সাথে একে অপরের সেতু বন্ধনে আবদ্ধ হয়ে নিপীড়িত বঞ্চিতদের পাশে থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এবং শিক্ষা-সংস্কৃতি খ্যাত উপজেলার নবীনগরের ঐতিহ্যবাহী জিনোদপুর ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।

Print Friendly, PDF & Email

Related Posts