মাশরাফি-স্মিথদের যুদ্ধ সাড়ে ৬ টায়, বৃষ্টির শংকা

বিডিমেট্রোনিউজ ওভালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ। চ্যাম্পিয়নস ট্রফির বেশ কিছু ম্যাচে বৃষ্টি হানা দিয়েছে। বৃষ্টির কারণে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়। গতকাল ভারত-পাকিস্তান ম্যাচেও বেশ কয়েকবার বৃষ্টি হানা দেয়। আজ ওভালে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচেও বৃষ্টি হানা দেওয়ার আশঙ্কা রয়েছে।

ওভালের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দিনে ২ মিলিমিটার ও রাতে ৯ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সময়ের হিসেবে দিনে ১.৫ ঘণ্টা ও রাতে ৫.৫ ঘণ্টা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ওভালে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস (অনুভূত হবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মতো)। আর রাতে ১০ ডিগ্রি সেলসিয়াস (অনুভূত হবে ৪ ডিগ্রি সেলসিয়াসের মতো)।

দুর্দান্ত শুরুর লক্ষ্য নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। সেই পথ তৈরিও করে ফেলেছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামাটা অপছন্দ হয়নি তামিমের। তাই ইংলিশদের বিপক্ষে ব্যাট হাতে রানের ফুলঝুড়ি ফুটিয়েছেন তিনি। তার মত ব্যাট হাতে রানের পসরা সাজিয়েছিলেন উইকেটরক্ষক মুশফিকুর রহিমও। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহের ভাল সুযোগ পায় বাংলাদেশ।

তবে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে টিকে থাকতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই। হেরে গেলেই টুর্নামেন্ট থেকে টাইগারদের বিদায় অনেকাংশেই নিশ্চিত হয়ে যাবে।

অবশ্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্যও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ নিজেদের প্রথম ম্যাচ থেকে ১টি পয়েন্ট পেয়েছে তারা। বৃষ্টির কারনে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো। তবে হারের মুখ থেকে রক্ষা পায় অসিরা। বৃষ্টি বিঘিœত ৪৬ ওভারের ম্যাচে অধিনায়ক কেন উইলিয়ামসনের ১০০ রানের সুবাদে ৬ বল হাতে রেখে ২৯১ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। এরপর বৃষ্টি কারণে ৩৩ ওভারে ২৩৫ রানের নতুন টার্গেট পায় অস্ট্রেলিয়া। সেই লক্ষ্যে ৯ ওভার ব্যাট করে ৫৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে অসিরা। পরবর্তীতে বৃষ্টির কারণে আর খেলা না হলে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।

এ জন্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিকে অনেক গুরুত্ব নিয়েই দেখছেন অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার, ‘আমাদের আরও ভালো ক্রিকেট খেলতে হবে। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রতিপক্ষের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলতেই মাঠে নামবো আমার।’

সর্বশেষ ২০১৫ বিশ্বকাপে দেখা হয়েছিলো বাংলাদেশ-অস্ট্রেলিয়ার। অবশ্য বৃষ্টির কারণে ব্যাট-বলের লড়াই মাঠে করতেই পারেনি দু’দল। পয়েন্ট ভাগাভাগি হওয়ায় সেবারও উপকার হয়েছিলো বাংলাদেশেরই।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, ও সানজামুল ইসলাম।

অস্ট্রেলিয়া দল : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জন হেস্টিংস, মইসেস হেনরিকস, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড ও অ্যাডাম জাম্পা।

Print Friendly, PDF & Email

Related Posts