বিডিমেট্রোনিউজ ॥ অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম ম্যাচে আট ব্যাটসম্যান খেলানো বাংলাদেশ দলে আজ প্রত্যাশিতভাবেই একটি পরিবর্তন হয়েছে। দলে এসেছেন অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন।
অস্ট্রেলিয়া দলেও একটি পরিবর্তন এসেছে। পেসার জন হ্যাস্টিংয়ের জায়গায় দলে এসেছেন লেগ স্পিনার অ্যাডাম জামপা।
লন্ডনের কেনিংটন ওভালে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৬টায়।
এটি অস্ট্রেলিয়ার ৯০০তম ওয়ানডে ম্যাচ। ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ৯০০ ওয়ানডে খেলছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে। নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে অস্ট্রেলিয়া। আজ যে দল হারবে, তাদের বিদায় একরকম নিশ্চিত হয়ে যাবে।